আহত জসিম উদ্দিন (৫৫) সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরের সহ সভাপতি। তিনি লালবাগ পোস্তা জামিয়া কোরানিয়া আরাবিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক।
লালবাগ থানার পরিদর্শক অপারেশন মোহাম্মদ আসলাম জানান, মঙ্গলবার বিকালে রিকশায় করে ধানমণ্ডি যাওয়ার পথে মাদ্রাসার কাছেই তাকে ছুরি মারা হয়।
তিনি বলেন, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার পিঠে একটি ছুরিকাঘাত আছে। তবে তিনি আশংকামুক্ত বলে চিকিৎসকরা জানান। জসিম কাউকে চিনতে পারেননি।