ক্যাটাগরি

হোমায়রা ও রাজা বশিরের ‘মেলোডি জাংশন’

একক গীতিকার এবং একক সুরকারের গানে সাজানো এই অনুষ্ঠানের প্রতি পর্বে গানও গাইবেন একজন শিল্পী।

তবে শুধু গানই নয় এই অনুষ্ঠানে গান নিয়ে গীতিকার, সুরকার এবং শিল্পীর গান বিষয়ক নানা গল্পের পাশাপাশি কবিতা আবৃত্তিও থাকবে। প্রতিমাসে নির্ধারিত একটি দিনে প্রচারিতব্য নতুন এই অনুষ্ঠানটি শুরু হচ্ছে ১১ ফেব্রুয়ারি।

হোময়ারা বশির বলেন, “আমার প্রতিমাসে একটি করে পর্ব প্রচারের উদ্যোগ নিয়েছি। এখানে সব মহলের শিল্পীদেরই অংশগ্রহণ থাকবে।”

ভালবাসা দিবসে উপলক্ষ্যে প্রথম পর্বটি সাজানো হয়েছে ভালোবাসার গানে।

এদিন ভালোবাসা দিবসের গান গাইবেন শিল্পী সুকন্যা মজুমদার ঘোষ, গীতিকার এনামুল হক অপু, সুরকার রাজা বশির এবং কবিতা আবৃত্তি করবেন শফিক শামিম। সঞ্চালনা করবেন হোমায়রা বশির।

ভাষা দিবস উপলক্ষে ২৫ ফেব্রুয়ারির অনুষ্ঠানে ভাষার গান গাইবেন পিন্টু ঘোষ।

গায়িকা হোমায়রা বশির এবং রাজা বশির খ্যাতিমান শিল্পী বশির আহমেদ এবং মিনা বশিরের পুত্র ও কন্যা।