বুধবার দুপুরে লাগা এ আগুন নেভাতে সন্ধ্যা পর্যন্ত কাজ করছিল ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোনাইছড়ি এলাকায় আবুল খায়ের স্টিল মিল কারখানার খোলা মাঠে স্টিল স্ক্র্যাপের সঙ্গে কালো তেলের খালি ড্রামও রাখা হয়।
“ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড, কুমিরা ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ছয়টি গাড়ি নেভানোর কাজ করছে।”