ক্যাটাগরি

ইউরোপোল: ক্রিপ্টোকারেন্সি চুরির অভিযোগে গ্রেপ্তার ১০

‘সিম-সোয়াপিং’ হামলার মাধ্যমে ভুক্তভোগীর ফোনের অ্যাকসেস নিয়েছে হ্যাকাররা। পরবর্তীতে ফোন ব্যবহার করে ক্রিপ্টোকারিন্সি হাতিয়ে নিয়েছে দলটি।

বিবৃতিতে ইউরোপোল বলেছে, “২০২০ সাল জুড়ে অপরাধী দলটি হাজারো ভুক্তভোগীকে লক্ষ্য বানিয়েছে, এর মধ্যে জনপ্রিয় ইন্টারনেট প্রভাবক, তারকা খেলোয়াড়, শিল্পী এবং তাদের পরিবারের সদস্যরা রয়েছেন।”

প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, মাল্টা এবং কানাডার সহায়তায় তদন্তের পর হ্যাকারদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি ইউরোপোলের।

সিম সোয়াইপ হামলায় সিমের ওপর নিয়ন্ত্রণ নেয় হ্যাকাররা। ছোট এই কম্পিউটার চিপে গ্রাহকের ফোন নাম্বার থাকে, যার মাধ্যমে গ্রাহকে টেলিযোগাযোগ নেটওয়ার্কে শনাক্ত করা হয়। এক্ষেত্রে সাধারণত ধোঁকা খেয়ে সক্রিয় সিমটি বন্ধ করে দেয় মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান এবং এটির কার্যকরিতা হ্যাকার নিয়ন্ত্রিত সিমে স্থানান্তর করে।

ইউরোপোল বলছে, “এর মাধ্যমে হ্যাকাররা অনলাইন অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত অর্থ, ক্রিপ্টোকারেন্সি এবং ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে।”

হ্যাকারদের পরিচয় প্রকাশ করেনি ইউরোপোল। কোথায় তাদের গ্রেপ্তার করা হয়েছে সেই তথ্যও দেয়নি সংস্থাটি।

এর আগে ২০১৯ সালে সিম-সোয়াপিং হামলা শিকার হয়েছেন টুইটার প্রধান জ্যাক ডরসি।