ক্যাটাগরি

ইনস্টাগ্রামে আসছে শপিফাইয়েরে ‘শপ পে’

ইনস্টাগ্রামের পর ‘ফেইসবুক শপস’ এর জন্য আসবে শপিফাইয়ের সেবাটি। সামাজিক মাধ্যমটিকে ঘিরে গড়ে ওঠা ছোট ব্যবসাগুলো লেনদেন প্রক্রিয়াটির সুফল ভোগ করতে পারবে।

কেনাকাটা সম্পন্ন করতে ‘শপ পে’ ব্যবহার করতে পারবেন ফেইসবুক ক্রেতারা। তবে, চাইলে পেপাল, ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহারেরও সুযোগ থাকছে। সবগুলো প্রক্রিয়াই ‘ফেইসবুক পে’ লেনদেন প্রক্রিয়ার মাধ্যমে ক্রেতাকে দেখাবে প্ল্যাটফর্মটি।

ব্যবহারকারীকে শপ অ্যাপের মাধ্যমে পণ্য ট্র্যাক করার সুযোগ দেয় শপ পে। এ ছাড়াও ক্রেতারা চাইলে কিস্তিতে কিনতে পারেন এর মাধ্যমে।

অনলাইন ক্রয়-বিক্রয়ের জন্য ক্রেডিট কার্ড ও ঠিকানা সম্পর্কিত তথ্য সংগ্রহ করে থাকে লেনদেন প্রক্রিয়াটি। এর আগে শপিফাইয়ের বাইরে সেবাটি পাওয়া যায়নি।

পুরো প্রক্রিয়াটির নকশা এমনভাবে করা যাতে ক্রেতাকে প্রতি অর্ডারের সময় ক্রেডিট কার্ডের তথ্য বা ঠিকানা না দিতে হয়।