ক্যাটাগরি

কাবুলে চার বোমা হামলা, জেলা পুলিশ প্রধান নিহত

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানান, ‘‘বুধবার সকালে তিনটি জঙ্গি হামলায় কেঁপে উঠেছে কাবুল। হামলায় কাবুলের ডিস্ট্রিক্ট ফাইভ এর পুলিশ প্রধান মোহাম্মাদজাদি কোচাই তার দেহরক্ষীসহ শহীদ হয়েছেন।”

হামলায় আরও তিনজন আহত হয়েছেন বলেও জানান তিনি।

এদিন পরে অভিজাত এলাকায় আন্তর্জাতিক সেরেনা হোটেলের কাছে একটি গাড়ি বোমার বিস্ফোরণ হয়। তবে সেখানে কেউ হতাহত হয়নি বলে ‍জানায় পুলিশ।

রাজধানী কাবুল থেকে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের প্রদেশগুলোতে যাতায়াতের প্রধান কেন্দ্র ডিস্ট্রিক্ট ফাইভ। দক্ষিণাঞ্চলের বেশিরভাগ এলাকা তালেবান নিয়ন্ত্রিত।

জেলা পুলিশ প্রধান কোচাই নিজের এলাকায় সন্ত্রাস দমনের প্রতিজ্ঞা করেছিলেন এবং সেই অনুযায়ী কাজও করছিলেন।