ক্যাটাগরি

কুর্মিটোলায় টিকা নিয়ে সালমান এফ রহমান বললেন, ‘ভালো লাগছে’

রোববার দুপুরে টিকা নেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, এই টিকা ‘অন্য দেশের টিকার মতই’।

“সারা দেশে স্বতঃস্ফূর্তভাবে ভ্যাকসিন নিচ্ছে সাধারণ মানুষ। টিকা নিয়ে আমার ভালো লাগছে।”

সালমান এফ রহমানের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ভারতের সেরাম ইনস্টিটিউটের ‘এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর হিসেবে বাংলাদেশে টিকা সরবরাহের কাজটি করছে। 

বাংলাদেশ সরকার সেরাম ইনস্টিটিউট থেকে যে তিন কোটি ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার টিকা কিনছে, তা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমেই সরবরাহ করা হচ্ছে।

ওই তিন কোটি ডোজের মধ্যে প্রথম চালানে ৫০ লাখ ডোজ হাতে পেয়ে সারা দেশে টিকাদান শুরু করেছে বাংলাদেশ।

সরকার, সেরাম ইনস্টিটিউট ও বেক্সিমকোর করা ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী, প্রতি মাসে ৫০ লাখ করে আগামী পাঁচ মাসে আরও আড়াই কোটি ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে।

এছাড়া সামনে বেসরকারিভাবেও টিকা বিক্রির পরিকল্পনার কথা জানিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। সেজন্য সেরাম ইনস্টিটিউট থেকে ৩০ লাখ ডোজ টিকা কিনছে তারা।