ক্যাটাগরি

ডিএসইর অ্যাপে পুরোদমে লেনদেন শুরু রোববার

এটা বৃহস্পতিবার থেকে চালু হওয়ার কথা থাকলেও এক দিন পিছিয়ে
দেওয়া হয়েছে বলে বুধবার ডিএসইর প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) জিয়াউল করিম
জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বৃহস্পতিবার থেকে মোবাইল
অ্যাপে আগের নিয়মে লেনদেন হওয়ার কথা ছিল। কিন্তু তা সম্ভব হচ্ছে না। রোববার থেকে আগের
নিয়মে লেনদেন চালু হবে।

গত ১১ জানুয়ারি থেকে পুরো সময় লেনদেন বন্ধ আছে। মাঝখানে এক
দফা সময় বাড়ানোর পর বৃহস্পতিবার থেকে এটা চালুর কথা ছিল।

বাংলাদেশের পুঁজিবাজারে সকাল ১০ থেকে লেনদেন শুরু হয়ে শেষ হয়
বেলা ২টা ৩০ মিনিটে। এর সাথে লেনদেন শুরুর আগে ১৫ মিনিট এবং শেষ হওয়ার পরে ১০ মিনিট
বাড়তি লেনদেন করা যায় ঢাকার পুঁজিবাজারে।  
  

সেই হিসেবে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে বেলা ২টা ৪০ মিনিট পর‌্যন্ত
ঢাকার পুঁজিবজারে লেনদেন চলে।

কিন্তু রক্ষণাবেক্ষণের চলায় ডিএসইর অ্যাপে লেনদেন সময় কমিয়ে
গত ১১ জানুয়ারি থেকে ১০টা ১৫ মিনিট থেকে বেলা ২টা পর‌্যন্ত চলছে।

 

আরও পড়ুন

রক্ষণাবেক্ষণ: ডিএসইর অ্যাপে লেনদেনের সময় কমল
 

ডিএসইর অ্যাপে পুরোদমে লেনদেন ১০ দিন পর
 

মোবাইল অ্যাপে সীমিত সময়ের লেনদেন শেষ বুধবার
 

তথ্যপ্রযুক্তির দুর্বলতায় আটকে পুঁজিবাজারের উন্নয়ন