একটি বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট (বিও) থেকে সর্বোচ্চ এক লট (৫০০)
শেয়ারের জন্য আবেদন করা যাবে। প্রতি শেয়ারের দাম ১০ টাকা ধরে মোট খরচ হবে ৫ হাজার টাকা।
মোট শেয়ারের চেয়ে বেশি আবেদন জমা হলে লটারির মাধ্যমে শেয়ার বণ্টনের
ব্যবস্থা হবে। বৃহম্পতিবার (১৮ ফেব্রুয়ারি) পর্যন্ত আবেদন করা যাবে।
পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি গত ২ ডিসেম্বর দেশ জেনারেল
ইন্সুরেন্সেকে আইপিওর মাধ্যমে শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকা সংগ্রহের অনুমোদন
দেয়।
কোম্পানিটি বাজার থেকে তোলা টাকা ট্রেজারি বন্ড, ফিক্সড ডিপোজিট
ও পুঁজিবাজারে বিনিয়োগের পাশাপাশি আইপিওর খরচ মেটাবে।
দেশ জেনারেল ইন্সুরেন্স ২০০০ সালের ২ মার্চ কাজ শুরু করেছে।
কোম্পানিটির চেয়ারম্যান এফবিসিসিআইর সাবেক প্রথম সহ-সভাপতি মো. জসিম উদ্দিন।
২০১৯ সালের ৩১ ডিসেম্বরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানটির
শেয়ারপ্রতি মুনাফা ১ টাকা ৩৬ পয়সা, শেয়ারপ্রতি সম্পদ মূল্য ১১ টাকা ৬২ পয়সা।
দেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানির ইস্যু ব্যবস্থাপনায় আছে প্রাইম
ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।