ক্যাটাগরি

নওগাঁয় ‘মানসিক রোগীর শাবলের আঘাতে’ বোনসহ নিহত ২

নিহতরা হলেন- উপজেলার লক্ষ্মীতাড়া গ্রামের
নৃপেন সিংয়ের মেয়ে লিপি রানী (৩২) ও ভাদরণ্ড গ্রামের জামিনী কান্তের ছেলে মনকান্তু
(৫৫)।

এ ঘটনায় লিপির ভাই প্রদীপ সিংকে (২৮) আটক
করা হয়েছে বলে জানিয়েছেন নিয়ামতপুর থানার ওসি হুমায়ন কবির।

ওসি এলাকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের
বরাতে বলেন, “বুধবার বেলা আড়াইটার দিকে প্রদীপ শাবল দিয়ে হঠাৎ করে বোন লিপির মাথায়
আঘাত করেন। একই সময় সেখানে উপস্থিত মনুকেও একইভাবে শাবল দিয়ে মাথায় আঘাত করেন।”

খবর পেয়ে পুলিশ গিয়ে লিপি ও মনুকে উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসক আহমদুল্লাহ তাদের মৃত ঘোষণা করেন বলে জানান
ওসি হুমায়ন কবির।

ওসি বলেন, “প্রদীপ মানসিক রোগী। তাকে
জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে।”