আওয়ামী লীগের মেয়র প্রার্থী আলী মুর্তজা বিশ্বাস সনির করা রিটের শুনানির পর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো.কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল বেঞ্চ বুধবার রুলসহ এই আদেশ দেয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহদীন মালিক ও নাহিদ সুলতানা যুথি। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।
আইনজীবী নাহিদ সুলতানা যুথি সাংবাদিকদের বলেন, “যেদিন রিট আবেদনটি করা হয় সেদিন নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ হয়নি। ফলে রিট আবেদনে গেজেট প্রকাশ স্থগিত চাওয়া হয়েছিল। পরে ৭ ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করা হয়।
“ফলে রিটের শুনানিতে সেকথা আদালতে তুলে ধরা হয়েছে। শুনানির পর আদালত এক মাসের মধ্যে পুনরায় ভোট গণনার নির্দেশ দিয়ে রুল জারি করেছেন।”
গত ৩০ জানুয়ারি এ পৌরসভায় নির্বাচন হয়। এই নির্বাচনে মেয়র পদে শরীফ উদ্দিন প্রধানকে ১২২ ভোটে বিজয়ী ঘোষণা করা হয়।
কিন্তু নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ১ হাজার ২৬৫ ভোট বাতিল করা হয়। তাই পুনরায় ভোট গণনা চেয়ে গত ৫ ফেব্রুয়ারি হাই কোর্টে রিট করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আলী মুর্তজা বিশ্বাস সনি।
সে রিটের শুনানি নিয়ে হাই কোর্ট ওই নির্বাচনের মেয়র পদের ফলাফলের গেজেট স্থগিত করে এক মাসের মধ্যে পুনরায় ভোট গণনার নির্দেশ দিয়েছে।
গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত পাবনা পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা যুবলীগের সাবেক সভাপতি শরীফ উদ্দিন প্রধান ‘নারিকেল গাছ’ প্রতীকে ২৭ হাজার ৯৬৯ ভোট পান।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আলী মুর্তজা বিশ্বাস সনি নৌকা প্রতীকে ভোট পান ২৭ হাজার ৮৪৭ ভোট। ১২২ ভোটে বিজয়ী হন শরীফ উদ্দিন প্রধান।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী মুর্তজা বিশ্বাস পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক।