ক্যাটাগরি

ফ্রান্স ফুটবলের কাণ্ডে ‘অহেতুক চাপে’ মেসি

মেসির পিএসজিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে প্রায়ই কথা বলছেন ক্লাবটির কেউ না কেউ। গত সপ্তাহে আনহেল দি মারিয়ার মন্তব্যের সূত্র ধরে ক্ষোভ প্রকাশ করেন বার্সেলোনা কোচ রোনাল্ড কুমান। আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হবে দল দুটি। এর মাধ্যমে ম্যাচটিকে তারা প্রভাবিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

এর মধ্যেই দুদিন আগে অমন কাণ্ড ঘটায় ফ্রান্স ফুটবল। যা মেসি ও বার্সেলোনার জন্য খুবই অসম্মানজনক বলে মনে করেন রিভালদো। 

“বিষয়টি খুবই খারাপ এবং বার্সেলোনার প্রতি অসম্মানজনক আচরণ, বিশেষ করে যখন চ্যাম্পিয়ন্স লিগে দল দুটির মুখোমুখি হওয়ার মাত্র এক সপ্তাহ বাকি। এটি কেবল ক্লাবেরই অসম্মান নয়, মেসির নিজেরও। এর মাধ্যমে সে ক্ষতিগ্রস্ত হতে পারে।”

বার্সেলোনার সাবেক মিডফিল্ডার রিভালদো

বার্সেলোনার সাবেক মিডফিল্ডার রিভালদো

এখন পিএসজির বিপক্ষে বার্সেলোনা হেরে গেলে মেসির নিবেদন নিয়ে প্রশ্ন উঠবে বলে শঙ্কা প্রকাশ করেন বিশ্বকাপজয়ী সাবেক এই ব্রাজিলিয়ান ফুটবলার।

“কল্পনা করুন পিএসজির বিপক্ষে বার্সেলোনা ম্যাচটি হেরে গেল। তখন অনেক সমর্থক এবং সংবাদমাধ্যমও হয়তো অভিযোগ তুলতে পারে, পিএসজির স্বার্থে মেসি দলের প্রতি শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ ছিল না। অহেতুক মেসি বড় চাপে পড়ে যাচ্ছে।”

“আমরা জানি না মেসি ও পিএসজির মধ্যে ইতিমধ্যে যোগাযোগ হয়েছে কি না। এমনটা হয়ে থাকলেও আমি বিশ্বাস করি, মেসি সবসময় বার্সেলোনাকে সম্মান করবে এবং তাদের জার্সি পরে প্রতিটি ম্যাচে নিজের সর্বোচ্চটা, শতভাগ দিয়ে খেলবে।”