ক্যাটাগরি

বিএনপির রাজনীতি ‘সাম্প্রদায়িক শক্তি’ নির্ভর: বাহাউদ্দিন নাছিম

মঙ্গলবার তিনি মাদারীপুর শহরের কুকরাইল এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে নানা বিষয়ে কথা বলেন।

বিএনপির আন্দোলন কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, বিএনপির জন্ম হয়েছে স্বৈরশাসক ও সাম্প্রদায়িক শক্তিকে জাগ্রত করতে। তারা জনগণকে সাথে নিয়ে কোনো কর্মসূচি দিতে পারে না। দেশের স্বার্থে দেশের কল্যাণের কথা ভাবতে পারে না; দেশের মানুষ সুস্থ থাকুক এটা তারা চায় না।

“তারা সাম্প্রদায়িক শক্তি ব্যবহার করে রাজনীতি করতে চায়। তাদের নিয়ে বাংলাদেশের মানুষ কোনো স্বপ্ন দেখে না।”

বিএনপি অফিসকে এখন শুধুই গুজবের ফ্যাক্টরি বলে হিসেবে অভিহিত করেন এই আওয়ামী লীগ নেতা।

বিএনপির নতুন কর্মসূচিতে আওয়ামী লীগের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিএনপি কী করবে তা নিয়ে আওয়ামী লীগ ভাবনা-চিন্তা করবে এমন চিন্তাশীল দল আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগ চিন্তা করে মানুষের স্বার্থ নিয়ে, দেশের আইনশৃঙ্খলা, দেশের মানুষের অধিকার নিয়ে।

“বিএনপি কাচের ঘরে বসে মিথ্যাচার করে। লন্ডন থেকে যেই নির্দেশনা আসে তা বাস্তবায়ন করার জন্য নয়াপল্টনে বসে কাজ করে। আন্দোলনের নামে বিভ্রান্তি ছড়ায়, অপপ্রচার করে।”

কানাডা, আমেরিকাসহ বিভিন্ন দেশের আদালতে বিএনপি ‘সন্ত্রাসী দল’ হিসেবে চিহ্নত হয়েছে বলে মন্তব্য করেন নাছিম।

এই সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।