ক্যাটাগরি

মোবাইল অ্যাপে সীমিত সময়ের লেনদেন শেষ বুধবার

পূর্ব ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার থেকে অ্যাপের মাধ্যমে পুরো
সময় অর্থাৎ সাড়ে চার ঘণ্টা লেনদেন আবার চালু হওয়ার কথা।

এ বিষয়ে জানতে চাইলে ডিএসই উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন পর্যন্ত এ বিষয়ে আর নতুন কোনো সিদ্ধান্ত
নেই।”

বাংলাদেশের পুঁজিবাজারে সকাল ১০ থেকে লেনদেন শুরু হয়ে শেষ হয়
বেলা ২টা ৩০ মিনিটে। এর সাথে আগে ১৫ মিনিট এবং শেষ হওয়ার পরে ১০ মিনিট বাড়তি লেনদেন
করা যায় ঢাকার পুঁজিবাজারে।    

সেই হিসেবে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে বেলা ২টা ৪০ মিনিট পর্যন্ত
ঢাকার পুঁজিবাজারে লেনদেন চলে।

কিন্তু সক্ষমতা বাড়াতে রক্ষণাবেক্ষণকাজের জন্য ডিএসইর অ্যাপে
লেনদেন ১১ জানুয়ারি থেকে ১০টা ১৫ মিনিট থেকে বেলা ২টা পর্যন্ত লেনদেন চলছে।

ডিএসইতে মোবাইল ফোনের মাধ্যমে লেনদেনকারী গ্রাহক ৫০ হাজারের
বেশি, যাদের ৪৫ থেকে ৫০ শতাংশ প্রতিদিন সক্রিয় বলে ডিএসইর প্রধান প্রযুক্তি কর্মকর্তা
(সিটিও) জিয়াউল করিম জানান।

বুধবার পর্যন্ত বাংলাদেশের পুঁজিবাজারে বিও একাউন্টের সংখ্যা
২৬ লাখ ৫২ হাজার ৪৮৯টি। সে হিসেবে মোট বিনিয়োগকারীর দশমিক ১৯ শতাংশ বিনিয়োগকারী মোবাইলে
লেনদেন করেন।

 

আরও পড়ুন

তথ্যপ্রযুক্তির দুর্বলতায় আটকে পুঁজিবাজারের উন্নয়ন
 

রক্ষণাবেক্ষণ: ডিএসইর অ্যাপে লেনদেনের সময় কমল
 

ডিএসইর অ্যাপে পুরোদমে লেনদেন ১০ দিন পর