বদরগঞ্জ থানার ওসি আরিফ আলী জানান, মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার জামুবাড়ী পকিহানা খাদিজাতুল কোবরা বালিকা মাদ্রাসার বাথরুম থেকে সুমাইয়া সুলতানা খুশি (১৪) নামে এই ছাত্রীর মরদেহ উদ্ধার করেন তারা।
ওসি প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, বাড়ির পাশের ওই আবাসিক মাদ্রাসায় চার ছর ধরে পড়াশোনা করছিল খুশি। মঙ্গলবার সন্ধ্যার দিকে মোবাইল ফোনে কথাকাটাকাটির একপর্যায়ে কান্নাকাটি করতে করতে বাথরুমে যায়। অনেকক্ষণ পরও বের না হওয়ায় অন্য শিক্ষার্থীরা ডাকাডাকি করে। সাড়া না পেয়ে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় তারা।
পুলিশ মরদেহ উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন বলে জানান ওসি আরিফ।
তবে খুশি মোবাইল ফোনে কার সঙ্গে কথা বলছিল তা বলতে পারেনি পুলিশ।
ওসি আরিফ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরিষ্কার হবে এটি হত্যা না আত্মহত্যা।