ক্যাটাগরি

সিরিজ হারলে ‘অধিনায়কত্ব হারাবে’ কোহলি

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা ভারত ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে পাত্তাই পায়নি। চেন্নাইয়ে মঙ্গলবার স্বাগতিকরা হারে ২২৭ রানে। তাতে ছেদ পড়েছে ঘরের মাঠে তাদের টানা ১৪ টেস্টের অপরাজেয় যাত্রায়। চেন্নাইয়ে ১৯৯৯ সালের পর এটি তাদের প্রথম হার।

কোহলির নেতৃত্বে এ নিয়ে টানা চার টেস্ট হারল ভারত। অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে তার অধিনায়কত্বে ভারত বাজেভাবে হেরে যায় ৩৬ রানে অলআউট হওয়ার পর। এরপর ছুটিতে তিনি ফেরেন দেশে। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে অজিঙ্কা রাহানের হাত ধরে ২-১ ব্যবধানে সিরিজ জেতে ভারত। সেখানে ব্যাটিংয়ের পাশাপাশি নেতৃত্বের কৌশল দিয়েও নজর কাড়েন রাহানে।

সব মিলিয়ে কোহলির নেতৃত্বের রেকর্ড অবশ্য যথেষ্ট ভালো। ৫৭ টেস্টে জয় ৩৩টি। মাঝে দলকে তিনি তুলেছিলেন টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে। তার নেতৃত্বেই ২০১৮-১৯ মৌসুমে অস্ট্রেলিয়ার মাটি থেকে প্রথমবার টেস্ট সিরিজ জিতে ফিরেছিল ভারত।

ইংল্যান্ডের সাবেক স্পিনার মন্টি পানেসার।

ইংল্যান্ডের সাবেক স্পিনার মন্টি পানেসার।

তবে এবারের অস্ট্রেলিয়া সফর থেকেই তার টেস্ট অধিনায়কত্ব পড়েছে আতশ কাঁচের নিচে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জিততে না পারলে নেতৃত্বে পরিবর্তন আসতে পারে বলে মনে করেন পানেসার। টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে আলাপচারিতায় এমন অভিমত জানান তিনি।

“এই টেস্ট সিরিজ যদি সে হেরে যায়, তাহলে তারা সম্ভবত অধিনায়ক পরিবর্তন করবে। কোহলির জন্য এটি অনেক বড় সিরিজ। যদি সে জিততে না পারে তাহলে আমি মনে করি তার অধিনায়কত্বের সমাপ্তি ঘটবে। এখন বিরাটের সম্ভবত তার ব্যাটিংয়ের দিকে নজর দেওয়া উচিত। এই সিরিজ যদি ভারত জিততে না পারে তাহলে বিরাটের কাছ থেকে রাহানেকে অধিনায়কত্ব দেওয়া উচিত।”

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও ভারত হারলে নিজে থেকেই কোহলির সরে দাঁড়ানো উচিত বলে মনে করেন ইংল্যান্ডের হয়ে ৫০ টেস্ট খেলা পানেসার।

“বিরাট চাপে পড়ে যাবে। তার জন্য গুরুত্বপূর্ণ সিরিজ এটি। যদি সে দ্বিতীয় টেস্ট হেরে যায় তাহলে আমার মনে হয় তার অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত। কারণ ভারত সিরিজে ২-০ তে পিছিয়ে পড়বে এবং তাদের অধিনায়ক পরিবর্তন করা উচিত। আগামী ম্যাচে জয় অথবা ড্র বিরাটের জন্য ভীষণ প্রয়োজন। যদি তা না পায় তাহলে অধিনায়ক হিসেবে এটিই হতে পারে তার শেষ ম্যাচ।”

চেন্নাইয়েই আগামী শনিবার শুরু হবে চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট।