ক্যাটাগরি

কষ্টে জয়ে ফিরল মুক্তিযোদ্ধা সংসদ

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার ১-০ গোলে জিতে মুক্তিযোদ্ধা সংসদ। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের কাছে হেরে লিগ শুরুর পর আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে প্রথম জয় পেয়েছিল তারা। পরের ম্যাচ ছিল জয়হীন।

৪১তম মিনিটে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা সংসদ। মেহেদী হাসানের লম্বা থ্রো ইনে ক্যামেরুনের ফরোয়ার্ড ক্রিস্টিয়ান বেকামেঙ্গের ব্যাক হেড চোখের পলকে জাল খুঁজে নেয়।

সবশেষ তিন ম্যাচ জয়হীন থাকা পুলিশ এফসির সমতায় ফেরার সেরা সুযোগটি নষ্ট হয় ৯০তম মিনিটে। কোত দি ভোয়ার ফরোয়ার্ড বাল্লো ফামুসের পেনাল্টি শট ফিরিয়ে মুক্তিযোদ্ধার জয় নিশ্চিত করেন গোলরক্ষক মাহফুজ হাসান প্রিতম।

চলতি লিগে টানা দুই ম্যাচ হারের পর টানা দুই জয় পেয়েছিল পুলিশ এফসি। কিন্তু পথ হারিয়ে এ নিয়ে চার ম্যাচ জয়হীন থাকা দলটির পয়েন্ট আট ম্যাচে ৮।

দিনের অন্য ম্যাচে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ২-০ গোলে জিতে মোহামেডান। নয় ম্যাচে চার জয় ও তিন ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে লেনের দল।