বুধবার
সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে।
মরদেহটি
ওই ইউনিয়নের হাসানপাড়া গ্রামের তছির উদ্দিনের স্ত্রী নছিমন বেওয়ার (৭৫)।
সাদুল্লাপুর
থানার ওসি মাসুদ রানা বলেন, “অজ্ঞাত কেউ ওই বিল্ডিং-এর মালিককে বিপদে ফেলার জন্য
এই ঘটনা ঘটাতে পারে।”
কোনো
অভিযোগ না থাকায় ওই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেন তিনি।
প্রয়াত
বৃদ্ধার ছেলে আনছার আলী জানান, গত ৫ ফেব্রুয়ারি তার মা নছিমন বেওয়া বার্ধক্যজনিত
কারণে মারা যান। পরদিন তাকে বাড়ির পাশে পালানপাড়া গ্রামে পারিবারিক কবর স্থানে
দাফন করা হয়।
তিনি
আরও জানান, বুধবার সকাল ১০টার দিকে ওই কবরস্থানের প্রায় ৩শ’ গজ পশ্চিমে একটি
নির্মাণাধীন বিল্ডিং-এর মালিক হেলাল উদ্দিন তার রুমে লাশটি দেখে চিৎকার করেন।
তার চিৎকার
শুনে এলাকাবাসী ছুটে গিয়ে লাশটি দেখে তার পরিচয় শনাক্ত করে।
খবর
পেয়ে স্বজনরা কবরস্থানে গিয়ে দেখে কবরে নছিমন বেওয়ার লাশ নাই। দুপুর ১২টার দিকে
তার লাশ একই কবরে পুনরায় দাফন করা হয়।