বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বুধবার
সাব্বির হাসানের ৩২তম মিনিটের গোলে নোফেলকে ১-০ ব্যবধানে হারায় স্বাধীনতা ক্রীড়া সংঘ।
তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা।
দিনের অন্য ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে ১-০ গোলে হারায়
ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। একমাত্র গোলটি ২৯তম মিনিটে করেন রাজন। একটি করে ড্র ও হারের
পর প্রথম জয় পেল ফরাশগঞ্জ।
গত সোমবার উত্তরা এফসি ও ঢাকা সিটি এফসি ১-১ ড্র করেছিল।
রেজ্জাতুল ইসলামের দ্বাদশ মিনিটের গোলে এগিয়ে গিয়েছিল ঢাকা সিটি। ৫৪তম মিনিটে মঈন উত্তরা
এফসিকে সমতায় ফেরান।