ক্যাটাগরি

মেয়েদের জাতীয় হ্যান্ডবলের সেমিতে আনসার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে বুধবার ৫১-০৩ গোলে রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থাকে হারায় আনসার। আগের ম্যাচে ৬৪-০২ গোলে দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থাকে উড়িয়ে দিয়েছিল তারা।

আনসারের সঙ্গে সেরা চারের মঞ্চে উঠেছে বাংলাদেশ পুলিশ, জামালপুর ও নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে জামালপুর ৩৬-২৩ গোলে মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার বিপক্ষে জেতে। বাংলাদেশ পুলিশ ৩৩-১৯ গোলে পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থাকে হারায়।

বৃহস্পতিবার প্রথম সেমি-ফাইনালে আনসার ও পুলিশ এবং দ্বিতীয় সেমি-ফাইনালে জামালপুর ও নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা মুখোমুখি হবে।