ক্যাটাগরি

যশোরে চোর সন্দেহে হত্যা: জড়িতদের আটকে অভিযান

নিহত আল
মামুন (২২) মনিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের খোজালীপুর গ্রামের মশিয়ার রহমানের
একমাত্র ছেলে।

মনিরামপুর
থানার ওসি রফিকুল ইসলাম বুধবার সন্ধ্যা থেকে পুলিশ
বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করার কথা জানিয়েছেন।

তারা
হলেন, আলতাফ হোসেন এবং সোহাগ হোসেন।

তবে রাতে
স্থানীয় ওয়ার্ড মেম্বর আনিচুর রহমান বলছেন, মামুন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ওই
দুইজন ছাড়াও খোজালীপুর গ্রামের ইমরান হোসেন ও মিন্টুকে আটক করেছে পুলিশ।

স্থানীয়
ইউপি সদস্য আনিচুর রহমান জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে আল মামুন এবং তার
সহযোগী আরমান খোজালীপুর গ্রামে কৃষক আইনাল হোসেনের ছেলে আল আমিনের ঘর থেকে একটি
মোবাইল ফোন চুরি করে পলিয়ে যান।

ঘটনা টের
পেয়ে আল আমিন চিৎকার করলে আশপাশের লোকজন ধাওয়া করে আল মামুনকে আটক করে বেধড়ক
পিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

ওই
অবস্থায় তাকে খোজালীপুর গ্রামের মধ্যপাড়ার মসজিদের সামনে ইমরান হোসেনের মুদি দোকানের
বেঞ্চের ওপর ফেলে রাখা হয়।

বুধবার
সকালে মামুনের মা সকিনা বেগম তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি
করেন। চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টার দিকে তার মৃত্যু হয় বলেন এ ইউপি সদস্য।

কাশিমপুর
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম আহাদ আলী জানান, কয়েক বছর আগে বাকোশপোল এলাকায় এক
স্কুল ছাত্রীকে ধর্ষণ করে আল মামুন। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছিল।