শাকিব ও বুবলীর অভিনয়ের বিষয়টি নিশ্চিত করে প্রযোজনা প্রতিষ্ঠানটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে, ছবি নিয়ে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার বিকালে রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল স্টুডিওতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে চলচ্চিত্রের প্রযোজক ও বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমানের সঙ্গে ছবির নায়ক শাকিব খান ও নায়িকা শবনম বুবলী উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আরটিভির (বেঙ্গল মাল্টিমিডিয়া) অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব।
আলোচিত এ জুটিকে নিয়ে তরুণ নির্মাতা তপু খান ছবিটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে এসেছে; নাটক নির্মাণ করে পরিচিত পাওয়া তপুর এটিই প্রথম কোনও চলচ্চিত্র।
২০ মার্চ থেকে ছবির দৃশ্যধারণ শুরু হওয়ার কথা রয়েছে।
দীর্ঘদিনের বিরতি ভেঙে চিত্রনায়িকা শবনম বুবলী ‘চোখ’ শিরোনামে একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। এরপর শাকিব খানের সঙ্গে অভিনয়ের খবর এলো।
২০১৬ সালে শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ চলচ্চিত্রের মধ্য দিয়ে অভিষেকের পর ক্যারিয়ারের বেশির ভাগ চলচ্চিত্রেই এ চিত্রনায়ককে সহশিল্পী হিসেবে পেয়েছেন বুবলী।