ক্যাটাগরি

এটিএম শামসুজ্জামান হাসপাতালে

অ্যাজমাজনিত শ্বাসকষ্ট নিয়ে ৭৮ বছর বয়সী এ অভিনেতাকে বুধবার দুপুর ৪টায় রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তার মেয়ে কোয়েল আহমেদ জানান।

কোয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার বাবার শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো। অক্সিজেনের মাত্রাও খানিকটা বেড়েছে। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।

হাসপাতালের চিকিৎসক ডা. আতাউর রহমান খানের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

চিকিৎসকদের পরামর্শে তার বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে বলে জানান কোয়েল; বৃহস্পতিবারের মধ্যেই রিপোর্ট হাতে পাওয়ার কথা রয়েছে।

এর আগে ২০১৯ সালের শুরুর দিকে পরিপাকতন্ত্রের জটিলতা নিয়ে চার মাসেরও বেশি সময় একই হাসপাতালে ভর্তি ছিলেন এটিএম শামসুজ্জামান।

১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর পুরান ঢাকায় জন্ম নেওয়া এ অভিনেতার চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৬৮ সালে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ‘এতটুকু আশা’ চলচ্চিত্রের মধ্য দিয়ে।

অভিনয়ের দীর্ঘ ক্যারিয়ারে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। অভিনয়ের বাইরে পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার হিসেবেও তিনি পরিচিত।