সিঙ্গাপুরের একটি হাসপাতালে
চিকিৎসাধীন
অবস্থায় বুধবার
তার মৃত্যু
হয় বলে
তার স্বামী
এ কে
এম শামসুদ্দোহা
বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে জানান।
দেশে রাষ্ট্রীয় মালিকানাধীন
কোনো ব্যাংকের
প্রথম নারী
চেয়ারম্যান ছিলেন লুনা শামসুদ্দোহা।দোহা টেক
নিউ মিডিয়া
নামের একটি
সফটওয়্যার ফার্মের চেয়ারম্যান ছিলেন তিনি।
দোহা টেকের প্রধান
নির্বাহী কর্মকর্তা
নাজমুল হুদা
বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে বলেন,
“সিঙ্গাপুরে উনার চিকিত্সা চলছিল।
আজ সকাল
১০টার দিকে
তিনি মারা
যান।”
বিস্তারিত আসছে