ক্যাটাগরি

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

বুধবার দুপুরে নওগাঁ-নজিপুর আঞ্চলিক মহাসড়কের মহাদেবপুর উপজেলার শ্যামপুর
এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পলাশ হোসেন (২০) নওগাঁ সদর উপজেলার চকএনায়েত মহল্লার আইয়ুব হোসেনের
ছেলে। তিনি নওগাঁর নাট্য আন্দোলনের একজন কর্মী ছিলেন। পত্নীতলা উপজেলার নজিপুর সরকারি
কলেজের অর্নাস প্রথমবর্ষে পড়াশোনা করতেন তিনি।

নিহতের পরিবার ও মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, নওগাঁ শহরের
বাড়ি থেকে মোটরসাইকেলে করে কলেজে যান। সেখান থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে শ্যামপুরে
বিপরীত থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই পলাশ মারা যান।

পরে স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়।

মরদেহ উদ্ধার করে থানা নেওয়া হয়েছে। তবে অজ্ঞাত ট্রাকটি শনাক্ত করা সম্ভব
হয়নি। এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি নজরুল ইসলাম।