ক্যাটাগরি

নারীদের সঙ্গে প্রতারণা: স্ত্রীর অভিযোগে স্বামী গ্রেপ্তার

স্ত্রীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর মো. নাজমুল হাসান নামের ওই ব্যক্তিকে
মঙ্গলবার শ্যামপুর থানা পুলিশ সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করে বলে পুলিশ সদর দপ্তর বুধবার
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং
পরিচালিত বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেইসবুক পেজে এক নারী অভিযোগ করেন, তার স্বামী
মো. নাজমুল হাসানের বিরুদ্ধে বিভিন্ন নারীর সঙ্গে ভার্চুয়ালি সম্পর্ক গড়ে প্রতারনামূলকভা‌বে
বিয়ে ক‌রা ও তাদের সঙ্গে অন্তরঙ্গ ছবি তুলে ফেইসবুকে ছ‌ড়ি‌য়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা
ও স্বর্ণালন্কার হাতিয়ে নিচ্ছেন।

প্রতারিতরা লোকলজ্জায় নাজমুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেননি বলে জানান
ওই নারী।

পরে ওই নারী শ্যামপুর থানায় লিখিত অভিযোগ করলে সিরাজগঞ্জ থেকে নাজমুলকে
গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদকালে নাজমুল অনলাইনে অনেক নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন
ছাড়াও প্রতারণামূলক কৌশলে তিনটি বিয়ে করার কথা স্বীকার করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে
বলা হয়েছে।