দাগনভূঁঞা
থানার পরিদর্শক ইমতিয়াজ আহমেদ জানান, উপজেলার দক্ষিণ আলীপুর গ্রাম থেকে মঙ্গলবার
রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার
জাহাঙ্গীর (৩৯) ওই এলাকার বাসিন্দা।
পরিদর্শক
ইমতিয়াজ জানান, রোববার রাতে ওই বিধবা ঘরে একা থাকার সুযোগে তার চাচাত দেবর
জাহাঙ্গীর ঘরে ঢুকে ধর্ষণ করেন। চিৎকার শুনে লোকজন এগিয়ে এসে জাহাঙ্গীরকে আটক
করলেও তিনি কৌশলে পালিয়ে যান। ঘটনার পরদিন জাহাঙ্গীরকে আসামি করে দাগনভূঁঞা থানায়
নারী ও শিশুনির্যাতন দমন আইনে মামলা করেন ওই নারী।
পরে পুলিশ তাকে
গ্রেপ্তার করে বলে তিনি জানান।
থানার ওসি
ইমতিয়াজ আহমেদ বলেন, ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো
হয়েছে। আসামিকে বুধবার আদালতে পাঠানো হবে।