ক্যাটাগরি

রায়ের প্রতিক্রিয়ায় কিছু প্রশ্ন অভিজিতের স্ত্রী বন্যার

তিনি বলেছেন, মৃত্যুদণ্ডের এই রায়ও তার মনে শান্তি দিতে পারছে না।

বিজ্ঞান লেখক, ব্লগার অভিজিৎ হত্যামামলায় মঙ্গলবার আদালতের দেওয়া রায়ে জঙ্গি নেতা জিয়াউল হক জিয়াসহ আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্যকে মৃত্যুদণ্ড এবং উগ্রপন্থি ব্লগার শফিউর রহমান ফারাবিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

পদার্থবিদ অধ্যাপক অজয় রায়ের ছেলে অভিজিৎ থাকতেন যুক্তরাষ্ট্রে। বিজ্ঞানের নানা বিষয় নিয়ে লেখালেখির পাশাপাশি মুক্তমনা ব্লগ সাইট পরিচালনা করতেন তিনি।

জঙ্গিদের হুমকির মুখেও তিনি ২০১৫ সালে একুশে বইমেলায় অংশ নিতে দেশে এসেছিলেন স্ত্রী বন্যাকে নিয়ে। সে বছরের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার পর আক্রান্ত হন তারা। হামলায় অভিজিৎ নিহত হন, একটি আঙুল হারান বন্যা।

অভিজিৎ হত্যা: জিয়াসহ ৫ জঙ্গির মৃত্যুদণ্ড, ফারাবীর যাবজ্জীবন
 

মত প্রকাশের জন্য অভিজিতকে জীবন দিতে হয়েছে: আদালত
 

মঙ্গলবার রায়ের পর বন্যা গণমাধ্যমে কোনো প্রতিক্রিয়া দেননি; তবে ফেইসবুকে এক পোস্টে নিজের বক্তব্য তুলে ধরেছেন তিনি।

রাফিদা আহমেদ বন্যা লিখেছেন, “আজ আদালত রায় দিয়েছে। তারা বিচার করেছে, অভিজিৎ তার বিজ্ঞান নিয়ে ব্লগ, দর্শন কিংবা ধর্মের জন্য হত্যা করা হয়েছে, কী হয়নি। তবে এটা আমার কিংবা আমাদের পরিবারের জন্য শেষ কথা নয়, আর তা আমি মোটেই ভাবিনি।”

গত ছয় বছর ধরে মামলার তদন্তকারীদের কেউ তার সঙ্গে যোগাযোগ না করার তথ্য তুলে ধরে তিনি বলেছেন, “অথচ আমিই এই হামলার প্রত্যক্ষদর্শী এবং এতে ক্ষতিগ্রস্ত।”

‘নিরাপত্তা ঝুঁকিতে’ সাক্ষ্য দিতে আসছেন না বন্যা: রাষ্ট্রপক্ষের আইনজীবী
 

কেউ আমাকে সাক্ষ্য দিতে বলেনি: বন্যা
 

দুই আসামি সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর জিয়া এবং আকরাম হোসেনের এখনও গ্রেপ্তার না হওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

অভিজিৎ রায় হত্যামামলায় দণ্ডিত এক আসামি

অভিজিৎ রায় হত্যামামলায় দণ্ডিত এক আসামি

তিনি আরও প্রশ্ন ‍তুলেছেন হামলার পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত মুকুল রানা ওরফে কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়া নিয়ে।

“কেন শরীফকে হত্যা করা হল?” প্রশ্ন করেছেন বন্যা।

অভিজিতের বইয়ের প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যামামলার এক আসামির স্বীকারোক্তিতে ব্লগারসহ মুক্ত চিন্তার মানুষদের হত্যার জন্য টাকা ছড়ানোর কথাটি এসেছে উল্লেখ করে বন্যা লিখেছেন, “আমি জানতে চাই, কারা এই টাকা বিলিয়েছে, সেটা কি তদন্তে এসেছে?”

যেদিন হামলা হয়েছে, সেদিন বইমেলায় যে বৈঠকে অংশ নিতে অভিজিৎ গিয়েছিলেন, সেই বৈঠকের আয়োজকদের তদন্তের আওতায় আনা হয়েছিল কি না, তা জানতে চেয়েছেন বন্যা। আনা হলে তাতে কী জানা গেছে, তাও জানতে চেয়েছেন তিনি।

এক বৈঠক ঘিরে সন্দেহ অভিজিতের বাবার
 

অজয় রায়ের বক্তব্যে ফারসীম মান্নানের প্রতিক্রিয়া
 

সরকারের বিরুদ্ধে উগ্রবাদীদের প্রতি নমনীয় হওয়ার অভিযোগ তুলে বন্যা বলেছেন, নির্দেশ পালনকারী কয়েকজন খুনির বিচার করে আর উগ্রবাদের প্রসারকে উপেক্ষা করে শুধু অভিজিৎ হত্যাই নয়, এই ধরনের অন্য সব হত্যার ন্যায়বিচার নিশ্চিত হয় না।

“এই কারণে এই রায় আমার কিংবা আমার পরিবারের মনে শান্তি আনতে পারেনি।”

বইমেলার বাইরে হামলায় লেখক অভিজিৎ নিহত

সিসি ক্যামেরায় অভিজিতের ‘খুনি’

অভিজিৎ হত্যায় সন্দেহভাজনদের নতুন ভিডিও