ক্যাটাগরি

রোহিঙ্গা প্রত্যাবাসনে ‘সমর্থন দিয়ে যাবে’ মিশর

বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত হাইথাম গোবাশি বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন।

পরে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, মিশরের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি মুসলিম উম্মাহর জন্য ‘দৃষ্টান্ত স্থাপনকারী নেতা’ হিসাবে বর্ণনা করেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উন্নয়ন পরিকল্পনার পথ অনুসরণ করে তার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

মিশরের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে তার দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে উঠেছে মূলত ব্যবসা-বাণিজ্যের ভিত্তিতে। তবে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আরও কিছু ক্ষেত্র রয়েছে, যার মধ্য দিয়ে দুেই দেশের সম্পর্ক আরও জোরদার হতে পারে।

মিশর নিরাপদ পানির সরবরাহ, বাঁধ নির্মাণের পাশাপাশি পর্যটন খাতে বাংলাদেশকে সহযোগিতা দিতে পারে বলে বৈঠকে জানান রাষ্ট্রদূত।

প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজারে বিশেষ পর্যটন এলাকা স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে, যা হবে মূলত বিদেশিদের আকর্ষণ করার জন্য।

রাষ্ট্রদূত বলেন, মিশরীয় কোম্পানিগুলো বাংলাদেশে তাদের ব্যবসা সম্প্রসারণ করতে পারে এবং এক্ষেত্রে এখানে শিল্প প্রতিষ্ঠার জন্য তারা সরকারের সহযোগিতা প্রত্যাশা করে।

বিষয়টিকে ‘ইতিবাচক’ হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, মিশরীয় ব্যবসায়ীরা বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে সরকারের দেওয়া সুবিধা কাজে লাগাতে পারে।

তিনি বলেন, বিদেশি উদ্যোক্তাদের জন্য বাংলাদেশে একটি লাভজনক বাজার রয়েছে, পাশাপাশি এখানে বিনিয়োগের মাধ্যমে বিদেশিরা দক্ষিণ এশিয়ার বিশাল বাজারে প্রবেশের সুযোগ নিতে পারে।

রাষ্ট্রদূত বলেন, তার দেশ আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায়।

প্রধানমন্ত্রী এ সময় সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা তুলে ধরেন।

ইসলামে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই মন্তব্য করে তিনি বলেন, তার সরকার ইসলামের ‘প্রকৃত বাণী’ ছড়িয়ে দিতে সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করছে।

প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য মিশর ও প্রতিবেশী দেশগুলো ‘পূর্ব ভূমধ্যসাগরীয় গ্যাস ফোরাম’ নামে একটি প্ল্যাটফর্ম গঠন করেছে জানিয়ে বাংলাদেশকে সেখানে পর্যবেক্ষক হওয়ার আহ্বান জানান রাষ্ট্রদূত।

দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ ও মিশরের বিভিন্ন বাণিজ্য সংস্থা ও ব্যবসায়ীদের সফর বিনিময়ের ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।

অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।