এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানিয়েছে, বুধবার ভার্চুয়াল এক অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী এসব নতুন আউটলেটের উদ্বোধন করেন।
ভোলার তজুমুদ্দিন, কিশোর গঞ্জের পুলেরঘাট বাজার, ফেনীর বকশি শাহ বাজার, লক্ষ্মীপুরের দল্টা বাজার, পালের হাট ও আজাদনগর বাজার, জামালপুরের গুনারীতলা এবং নোয়াখালীর বুদ্ধিনগর বাজারে এসব এজেন্ট ব্যাংকিং শাখা চালু করেছে এসআইবিএল।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল হক ও মো সামছুল হক, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান (চলতি দায়িত্ব) মো. মশিউর রহমান ছাড়াও আউটলেটগুলোর এজেন্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।