ক্যাটাগরি

চট্টগ্রামে টিকা গ্রহীতা দেড় লাখ ছাড়াল

বৃহস্পতিবার গণটিকাদানের
একাদশ দিনে চট্টগ্রাম মহানগর ও ১৪টি উপজেলা মিলিয়ে টিকা নিয়েছেন ২১ হাজার ৫২৮ জন।

তাদের নিয়ে এখন পর্যন্ত
চট্টগ্রামে টিকা গ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫১ হাজার ৬৪২ জনে। এ পর্যন্ত টিকা
গ্রহণের জন্য নিবন্ধন করেছেন দুই লাখ ৪০ হাজার ৬৫১ জন।

চট্টগ্রাম জেলা সিভিল
সার্জন সেখ ফজলে রাব্বী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার ১৪ উপজেলায়
১০ হাজার ৫৬৬ জন এবং সিটি করপোরেশন এলাকায় ১০ হাজার ৯৬২ জন টিকা নিয়েছেন।

গত ৭ ফেব্রুয়ারি সারা
দেশের মতো চট্টগ্রামেও করোনাভাইরাসের গণটিকাদান কর্মসূচি শুরু হয়।

সিভিল সার্জন কার্যালয়ের
হিসাব অনুযায়ী, এ পর্যন্ত উপজেলাগুলোতে ৭৫ হাজার ১৩৫ জন এবং মহানগরীতে ৭৫ হাজার ৫০৭
জন টিকা নিয়েছেন।

প্রথম ধাপে চট্টগ্রাম
জেলার জন্য চার লাখ ৫৬ হাজার ডোজ টিকা আসে। এর মধ্যে উপজেলাগুলোতে জন্য পাঠানো হয় তিন
লাখের মতো।

এ মাসের শেষ সপ্তাহ
নাগাদ করোনাভাইরাসের টিকার দ্বিতীয় চালান এসে পৌঁছাবে বলে জানা গেছে।

সিভিল সার্জন ফজলে
রাব্বী বলেন, “আমরা টিকা গ্রহণের ক্ষেত্রে সাধারণ মানুষের ভালো সাড়া পাচ্ছি। প্রতিদিনই
টীকা গ্রহীতার সংখ্যা বাড়ছে। টিকা গ্রহীতাদের তাড়াহুড়োর দরকার নেই।”

টিকা নিয়ে রেজিস্ট্রেশনের
পর নির্ধারিত কেন্দ্রেই টিকা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, “সবাই টিকা পাবেন। রেজিস্ট্রেশনের
পর পাওয়া এসএমএসের ভিত্তিতে নির্ধারিত দিনেই টিকা নেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ করছি।”