ক্যাটাগরি

চ্যাম্পিয়নশিপ লিগে কাওরান বাজার ও অগ্রণী ব্যাংকের জয়

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বৃহস্পতিবার ওয়ারী ক্লাবের বিপক্ষে ২-০ গোলে জেতে অগ্রণী ব্যাংক। ৮৪তম মিনিটে টিটু দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন আজাদ।

হার দিয়ে প্রতিযোগিতা শুরু করা অগ্রণী ব্যাংক নিজেদের দ্বিতীয় ম্যাচে ড্র করেছিল কাওরান বাজারের বিপক্ষে। তিন ম্যাচে ৪ পয়েন্ট তাদের।

দিনের অন্য ম্যাচে আমজাদ ও সাদ্দামের গোলে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ২-০ ব্যবধানে হারিয়েছে কাওরান বাজার। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে স্বাধীনতা ক্রীড়া সংঘ।