বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত সাবিনা ইয়াসমিনের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনসুর আলী সাক্ষ্য দেন।
এ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সালাহ্ উদ্দীন সুইট জানান, সে সময় নূর হোসেন আদালতে উপস্থিতি ছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার এ চাঁদাবাজি মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে আগামী ১৮ মার্চ আসামি পরীক্ষার তারিখ ধার্য করেছে আদালত বলেও জানান তিনি।
এছাড়া অস্ত্রসহ তিনটি মামলায় হাজিরা দিয়েছেন নুর হোসেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরির্দশক আসাদুজ্জামান জানান, নূর হোসেনকে সকালে কড়া নিরাপত্তায় নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। সাক্ষ্য গ্রহণ ও হাজিরা শেষে তাকে কাশিমপুর কারাগারের পাঠানো হয়েছে।