ক্যাটাগরি

ফিফা র‌্যাঙ্কিংয়ে সেরা দশে পরিবর্তন নেই

বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার ওয়েবসাইটে বৃহস্পতিবার প্রকাশিত সবশেষ র‌্যাঙ্কিংয়ে প্রথম ৩২টি স্থানেই কোনো পরিবর্তন হয়নি।

এই মাসের শুরুতে আফ্রিকান নেশন্স চ্যাম্পিয়নশিপ জেতা মরক্কো দুই ধাপ এগিয়ে ৩৩তম স্থানে উঠেছে। প্রতিযোগিতাটির রানার্স-আপ মালি এগিয়েছে তিন ধাপ, আছে ৫৪তম স্থানে। 

সেরা দশে যথাক্রমে আছে বেলজিয়াম, ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল, স্পেন, আর্জেন্টিনা, উরুগুয়ে, মেক্সিকো ও ইতালি।

১৮৬তম স্থানে আছে বাংলাদেশ।

চলতি বছরে শীর্ষস্থানগুলিতে বেশ লড়াই হবে। কারণ কোপা আমেরিকা, ইউরো চ্যাম্পিয়নশিপ, কনকাকাফ গোল্ড কাপের পাশাপাশি কাতার বিশ্বকাপ বাছাইয়ের অনেক ম্যাচও রয়েছে সামনে।