ক্যাটাগরি

ফোল্ডএবল আইফোনে থাকতে পারে স্টাইলাস সমর্থনও

গবেষণা প্রতিষ্ঠান ইকুয়াল ওশানের তথ্যমতে, নতুন ফোল্ডএবল আইফোনে আসবে অ্যাপল পেন্সিল সমর্থন৷ এই ডিভাইসটি ক্ল্যামশেল নকশার হবে বলেও প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ৷

ডিভাইসটিতে থাকতে পারে ৭.৩ থেকে ৭.৬ ইঞ্চি ওলেড পর্দা৷

কুপার্টিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি এখনও এ বছর ফোল্ডএবল আইফোন আনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি৷ তবে, বলা হচ্ছে এরই মধ্যে দুইটি প্রোটোটাইপ বানিয়েছে প্রতিষ্ঠানটি৷ এর মধ্যে একটি ক্ল্যামশেল এবং অন্যটি বইয়ের আকারের নকশা৷

নতুন ফোল্ডএবল আইফোনটির জন্য সম্ভবত গ্যালাক্সি জেড ফ্লিপের মতো নকশা নিয়ে কাজ করছে অ্যাপল। এই খাতে বাজারের অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের ডিভাইসের চেয়ে ফোল্ডিং আইফোনটি সস্তা হবে বলেও ধারণা করা হচ্ছে।

এখনও নতুন এই ডিভাইসের কাজ প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং ক্ল্যামশেল আইফোনের শেল চীনের শেনজেনের ফক্সকন কারখানায় পরীক্ষা করা হচ্ছে।

অ্যাপল বিষয়ে সঠিক তথ্য ফাঁসকারী জন পসার এর আগে দাবি করেছেন, ক্ল্যামশেল ফোল্ডিং আইফোনে ফোল্ডএবল ওলেড পর্দা ব্যবহার করা হবে, যা সরবরাহ করবে স্যামসাং। ডিভাইসটিতে সম্ভবত ৫জি সমর্থনও থাকবে।

ফোল্ডএবল আইফোন উন্মোচনের পর আইপ্যাড মিনির উৎপাদন বাতিল করা হতে পারে বলেও উঠে এসেছে প্রতিবেদনে।