ক্যাটাগরি

বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটির রাজস্থলীর উপজেলা বাঙ্গালহালিয়ায় বেইলি ব্রিজটি দিয়ে মালবোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় এ ঘটনা ঘটেছে।

বাঙ্গাল হালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা জানান, অতিরিক্ত একটি মালবোঝাই ট্রাক ব্রিজ পার হওয়ার সময় খালে পড়ে যায়। এ সময় ট্রাক চালক ও সহকারী আহত হন।

তাদের উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বান্দরবান সড়ক ও জনপথ বিভাগরে প্রকৌশলী মোহম্মদ মোসলে উদ্দিন চৌধুরী জানান, চলাচলের উপযোগী করতে ভেঙে পড়া বেইলি ব্রিজটি যত দ্রুত সম্ভব সংস্কারে কাজ চলছে।

তবে যাত্রীরা সাময়িকভাবে এপার-ওপার যানবাহন বদল করে চলাচল করছে বলে জানান তিনি।