ক্যাটাগরি

বেলারুশে বিক্ষোভের ভিডিও করা ২ নারী সাংবাদিকের কারাদণ্ড

বৃহস্পতিবার দেওয়া রায়ে বিচারক ২৭ বছর বয়সী কাতসিয়ারিনা আন্দ্রেইয়েভা ও ২৩ বছর বয়সী দারিয়া চুলৎসোভাকে ২ বছর করে কারাদণ্ড দিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

নভেম্বরে যে অ্যাপার্টমেন্ট থেকে তাদের আটক করা হয়েছিল, সেই ওই অ্যাপার্টমেন্ট থেকেই তারা এক আন্দোলনকারীর মৃত্যু পরবর্তী বিক্ষোভের ভিডিও ধারণ করেছিলেন।

কাতসিয়ারিনা ও দারিয়া দুজনই বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।

বৃহস্পতিবারের শুনানিতে এ দুই নারী একে অপরকে জড়িয়ে ধরেছেন এবং ‘ভি’ চিহ্ন দেখিয়েছেন বলেও জানিয়েছে রয়টার্স। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন তাদের আইনজীবী।

“কাতসিয়ারিনা ও দারিয়াকে দেখুন- শক্ত, হাস্যরত, গরাদের মধ্যে থেকেই তারা তাদের প্রিয়জনদের বিদায় জানাচ্ছেন। লুকাশেঙ্কো আমাদের মনোবল ভাঙতে পারবে না,” টুইটারে এমনটাই লিখেছেন বেলারুশের নির্বাসিত রাজনীতিক সভেৎলনা তিখানুস্কায়া।

২ সাংবাদিককে কারাদণ্ড দেওয়ার নিন্দা জানিয়েছে লিথুনিয়া। তিখানুস্কায়াকে আশ্রয় দেওয়া দেশটি মিনস্ককে বিরোধীদের ওপর ‘তীব্র দমনপীড়নের’ পথ থেকে সরে আসতে আহ্বান জানিয়েছে।

পোল্যান্ড জানিয়েছে, বেলারুশের উচিত সাংবাদিকদের ওপর অত্যাচার বন্ধ করা।

গত বছরের অগাস্টে বেলারুশে প্রেসিডেন্ট নির্বাচনে ৮০ শতাংশ ভোট পেয়ে লুকাশেঙ্কো ফের বিজয়ী হয়েছেন নির্বাচন কমিশন ঘোষণা দিলে বিরোধীরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নামে।

পশ্চিমা দেশগুলো বেলারুশের ওই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেও তাতে কান না দিয়ে লুকাশেঙ্কো প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। আন্দোলন দমনে তাকে ৩৩ হাজারেরও বেশি মানুষকে আটক করতে হয় বলে ভাষ্য বিভিন্ন গণমাধ্যমের।

ওই আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীর মারধরে ৩১ বছর বয়সী রোমান বনদারেনকো নামের এক বিক্ষোভকারীর মৃত্যু হয় বলে বিরোধীরা দাবি করলেও, বেলারুশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই মৃত্যুর দায় নিয়ে অস্বীকৃতি জানায়। 

বনদারেনকোর মৃত্যুর কয়েকদিন পরের বিক্ষোভের ভিডিও ধারণ করেছিলেন কাতসিয়ারিনা ও দারিয়া।

মৃত্যুর সময় বনদারেনকো মদ্যপ ছিলেন বলে পরে কর্তৃপক্ষ দাবি করে। স্থানীয় সংবাদমাধ্যম টিইউটি ডট বিওয়াইয়ের এক সাংবাদিক এই ভাষ্যের বিরোধিতা করায় তাকেও বিচারের মুখোমুখি হতে হচ্ছে। শুক্রবার থেকে তার বিচার শুরু হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।