ক্যাটাগরি

ময়মনসিংহে বাস চাপায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু

বৃহস্পতিবার বিকাল সোয়া
৪টার দিকে উপজেলার সিডস্টোর বাজার এতিম খানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার
বাসিল গ্রামের হাজী মো. নুরুল ইসলামের ছেলে হামিদ কারী (৫০) এবং মেহেরাবাড়ী
গ্রামের ফজলুল হকের ছেলে জাকির হোসেন (২০)।

ভরাডোবা হাইওয়ে ফাঁড়ির
ওসি জহির উদ্দিন বলেন, বিকালে উপজেলার সিডস্টোর বাজার এতিমখানার সামনে
ইউটার্ন নেওয়ার সময় ঢাকাগামী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী
মারা যান।

ঘাতক বাসটিকে আটক করা
গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান
তিনি।

ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে
উপার্জনের জন্য বাইকটি কিছু দিন আগে নিহত জাকিরে বড় ভাই তাকে কিনে দিয়েছিলেন।

নিহতদের লাশ উদ্ধার করে
ফাঁড়িতে রাখা হয়েছে।