ক্যাটাগরি

সিআইইউ ঘুরে দেখল ইউজিসির প্রতিনিধি দল

বৃহস্পতিবার নগরীর জামাল খানে সিআইইউ ক্যাম্পাস পরিদর্শনকালে তারা উপাচার্যের সঙ্গে তারা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় করেন এবং ক্যাম্পাস ঘুরে দেখেন।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ। বাকি তিন সদস্য হলেন- বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুক, উপ-পরিচালক রাবেয়া খন্দকার ও সহকারী পরিচালক শাহনাজ সুলতানা।

পরিদর্শন শেষে ইউজিসির প্রতিনিধি দল জানায়, সিআইইউ উচ্চশিক্ষায় ব্যতিক্রমধর্মী একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনাম কুড়াবে বলে তারা আশা করছেন।

সিআইইউ উপাচার্য মাহফুজুল হক চৌধুরী বলেন, তাদের পাঠদান পদ্ধতি, সময়োপযোগী সিলেবাস আর পড়ালেখার পরিবেশ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তুষ্ট।

অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এর ডিন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, বিজনেস স্কুলের ডিন নাঈম আবদুল্লাহ, স্কুল অব ল’র উপদেষ্টা অধ্যাপক মো. জাকির হোসেন এ সময় উপস্থিত ছিলেন