বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাস খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার দুপুরে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলার মহেশপুর উপজেলায় বৃহস্পতিবার বিকালে ও শুক্রবার ভোরে উপজেলার মাতলার আইট গ্রামের মাঠ থেকে চারজনকে গ্রেপ্তার করে বিজিবি। তাদের মধ্যে দুইজন পুরুষ, দুইজন নারী। তাদের বাড়ি যশোর, সাতক্ষীরা ও ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
তার আগে গুড়দাহ গ্রাম থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী। তাদের বাড়ি খুলনায়। আর একাশিপাড়া গ্রামের মাঠ থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে আটজন পুরুষ, তিনজন নারী ও একটি শিশু রয়েছে। তাদের বাড়ি যশোর, সাতক্ষীরা ও বরিশাল।
এছাড়া একাশিপাড়া থেকে সুরমা বেগম নামে ৭০ বছরের এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুরাম ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার সুরুলিয়া গ্রামের বাসুদেব বিশ্বাসের স্ত্রী। অবৈধভাবে বাংলাদেশে আসেন তিনি। আবার অবৈধভাবে ভারতে ফিরে যাচ্ছিলেন।
এর বাইরে সেলিম রেজা নামে একজন পাচারকারীকেও গ্রেপ্তারের খবরও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিবি পাসপোর্ট আইনে মামলা দিয়ে গ্রেপ্তারকৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করেছে।