উপজেলার প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেন জানান, উপজেলার কুড়িকাহনিয়া ক্লোজার
এলাকা থেকে শুক্রবার বেলা ২টার দিকে কোস্টগার্ডের সদস্যরা শফিকুল সানা (৫০) নামে এই
শ্রমিকের মরদেহ উদ্ধার করেন।
শফিকুল উপজেলার শ্রীউলা ইউনিয়নের বকচর গ্রামের ফজলে সানার ছেলে।
মঙ্গলবার সকাল ৬টার দিকে প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহনিয়া ক্লোজার এলাকায় নৌকাডুবির এ ঘটনার দুই দিন
পর বৃহস্পতিবার বাবর আলী সরদার
নামে একজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের
সদস্যরা।
চেয়ারম্যান জাকির বলেন, নৌকাডুবি স্থানের একটু দূর থেকে শুফিকুলের লাশ উদ্ধার করেন কোস্টগার্ড
সদস্যরা। আব্দুল
আজিজ নামে আরও এক নিখোঁজ শ্রমিকের সন্ধানে অভিযান চালানো হচ্ছে।
মঙ্গলবার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহনিয়া লঞ্চঘাট থেকে ১৫ জন শ্রমিক নিয়ে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ভাঙা নামক স্থানে যাওয়ার পথে মাঝি আব্দুস সাত্তারসহ
ইঞ্জিনচালিত একটি
নৌকা স্রোতে উল্টে যায়। সে
সময় তিনজন নিখোঁজ হন।