ক্যাটাগরি

কাশ্মীরের শ্রীনগরে বিচ্ছিন্নতাবাদীর গুলিতে ২ পুলিশ নিহত

শুক্রবারের এ ঘটনার ভিডিও ঘটনাস্থলের সিসিটিভির ক্যামেরাগুলোতে ধরা পড়েছে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীর পুলিশের সদস্য কনস্টেবল সোহাইল আহমেদ ও মোহাম্মদ ইউসুফ নগরীর বঘত বারজুল্লা এলাকার একটি চায়ের দোকানে ছিলেন, তখন হামলার ঘটনাটি ঘটে।

গুলিবিদ্ধ দুই পুলিশ সদস্যকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।

হামলাকারীকে ধরতে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে বলে পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন।

বঘত বারজুল্লা এলাকাটি কঠোর নিরাপত্তা নজরদারীর মধ্যে থাকা বিমানবন্দর সড়কের পাশে।

সিসিটিভির ফুটেজে দেখা গেছে, সাকিব নামে শনাক্ত হওয়া এক ব্যক্তি তার পরনের চাদরের মধ্যে লুকানো একটি স্বয়ংক্রিয় রাইফেল বের করে দুই পুলিশ সদস্যের দিকে গুলি ছুড়ছেন। কী ঘটল লোকজন তা বুঝে ওঠার আগেই হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে।

ঘটনার সময় ওই দুই পুলিশ সদস্য দায়িত্বরত ছিলেন। সাকিব কাশ্মীরের কোন বিচ্ছিন্নতাবাদী দলের সঙ্গে যুক্ত শেষ খবর পর্যন্ত তা পরিষ্কার হয়নি।  

এই নিয়ে গত তিন দিনে শ্রীনগরে খাবারের দোকানে দ্বিতীয় হামলার ঘটনা ঘটল। এর আগে বুধবার উচ্চ নিরাপত্তা নজরদারীর মধ্যে থাকা নগরীর আরেক এলাকা দুর্গানাগরে বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে এক রেস্তোরাঁ মালিকের ছেলে আহত হন।