এই টিভি প্রোগ্রাম উপলক্ষ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়ে গেলো রাজধানীর একটি রেস্তোরায়।
দেশ টিভি, পূর্ণিমা এবং স্পন্সর কোম্পানি মমতাজ হারবাল প্রোডাক্টসের মধ্যকার এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ টিভির পরিচালক জনাব তারিক সুজাত, চিত্রনায়িকা পূর্ণিমা এবং মমতাজ হারবালের মহা-ব্যবস্থাপক জনাব আবদুস সাত্তার।
প্রাথমিক চুক্তিতে অনুষ্ঠানটির ৫২টি পর্ব নির্মাণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে যা দেশ টিভিতে আগামী ৬ মার্চ থেকে প্রচারিত হবে। চিত্রনায়ক ফেরদৌস এই অনুষ্ঠানের প্রথম পর্বের অতিথি হয়ে পূর্ণিমাকে উপস্থাপক হিসেবে পরিচয় করিয়ে দেবেন। পরবর্তিতে দেশের সকল মিডিয়ামের সেলিব্রিটি যথা চলচ্চিত্র বা টিভি তারকা, খেলোয়ার, রাজনীতিবিদসহ অনেকেই যার-যার জীবন সঙ্গীকে সাথে নিয়ে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
ফরিদা লিমার প্রযোজনায় অনুষ্ঠানটি আগামী ৬ মার্চ থেকে প্রতি শনিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দেশ টিভিতে প্রচারিত হবে।