ক্যাটাগরি

ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলের উরস শুরু

বিশ্ব জাকের মঞ্জিলের মাদ্রাসা
ভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জাকের মঞ্জিলের সমন্বয়কারী এম. এস. শহিদুল ইসলাম শাহীন
জানান, শুক্রবার শুরু হওয়া এই উরশ আগামী শুক্রবার শেষ হবে।

প্রেস ব্রিফিংয়ে শহিদুল
ইসলাম শাহীন বলেন, এ বছর করোনাভাইরাসের কারণে গণজমায়েত কমিয়ে আনার লক্ষ্যে দেশের সকল
অঞ্চলকে আটটি বিভাগে বিভক্ত করে প্রতি বিভাগের জন্য একদিন করে আট দিনে উরস শরীফ উদযাপিত
হবে।

তিনি জানান, প্রতিদিন নিয়মিত
এবাদতের পাশাপাশি পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির আজগার, মোরাকাবা-মোশাহেদা, ওয়াজ নসিহত
এবং সুন্নাত এবাদতের পাশাপাশি নফল এবাদত অনুষ্ঠিত হবে।

তিনি জানান, বিশ্ব জাকের
মঞ্জিল দরবার শরীফের পীরজাদা খাজা মাহফুজুল হক মুজাদ্দেদী মিয়ার নির্দেশনায় এই সিদ্ধান্ত
নেওয়া হয়েছে।

এবার অংশগ্রহণকারীদের স্বাস্থ্যবিধি
মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার বাধ্যতামূলক এবং বৃহৎ গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে বলে শহিদুল
জানান।

প্রেস ব্রিফিংয়ে বিশ্ব
জাকের মঞ্জিলের কর্মী গ্রুপের ফরিদপুর বিভাগীয় প্রধান মো. কবিরুল ইসলাম সিদ্দিকীসহ
অন্যরা উপস্থিত ছিলেন।