মাইক্রোসফট উইন্ডোজ বা অ্যাপলের ম্যাকওএস-এর মতো অপারেটিং সিস্টেমের ব্যবহার ট্র্যাক করে পরামর্শক প্রতিষ্ঠান আইডিসি৷
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, ক্রোম ওএস-এর ব্যবহার প্রথমবারের মতো ম্যাক ওএস-কে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠেছে বলে দেখা গেছে আইডিসির অনুসন্ধানে৷
সস্তা ল্যাপটপেই বেশি চলে ক্রোম অপারেটিং সিস্টেম৷ ঘরে বসে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে অনেক দেশে স্কুলের শিক্ষার্থীদের দেওয়া হয়েছে এই ল্যাপটপ৷ আইডিসি বলছে, এখন এই অপারেটিং সিস্টেমের দখলে রয়েছে বাজারের ১০.৮ শতাংশ৷
দ্বিতীয় অবস্থান হারালেও গত বছর ম্যাক অপারেটিং সিস্টেমের গ্রাহক সংখ্যা ৬.৭ শতাংশ থেকে বেড়ে ৭.৫ শতাংশে দাঁড়িয়েছে৷ ৮০.৫ শতাংশ দখল নিয়ে এই খাতে শীর্ষে রয়েছে উইন্ডোজ৷ বাকী ১.২ শতাংশের দখল রয়েছে লিনাক্সভিত্তিক বিভিন্ন অপারেটিং সিস্টেমের দখলে৷
আইডিসির দেওয়া এই সংখ্যার মধ্যে রয়েছে শুধু ডেস্কটপ এবং ল্যাপটপ কম্পিউটার৷ ট্যাবলেট বা স্মার্টফোনের ডেটা এর মধ্যে অন্তর্ভুক্ত নয়৷
অপেক্ষাকৃত সস্তা ডিভাইসে ব্যবহৃত এই অপারেটিং সিস্টেম উন্মোচনের পর থেকে ধীর ধীরে জনপ্রিয়তা পাচ্ছিলো৷ কিন্তু গত বছরে হুট করে ব্যবহারকারীর সংখ্যা অনেকটা বেড়েছে অপারেটিং সিস্টেমটির৷
গার্টনার বিশ্লেষক রানজিৎ আতওয়াল বলেছেন, “কোভিড-১৯ মহামারীতে স্কুল এবং শিক্ষায় লকডাউনের কারণে ক্রোমবুকের ব্যবহার আসলেই বেড়েছে৷”
“আসলেই এই সময়ে ক্রোমবুক নিজে নিজে এই অবস্থানে এসেছে৷ শুধু ২০২০ সালেই নয় ২০২১ সালেও এর বিস্ময় চলবে বলে ধারণা করা হচ্ছে,” যোগ করেন রানজিৎ৷