ক্যাটাগরি

রেকর্ড যাত্রায় আনসারের মেয়েদের আরেকটি শিরোপা

নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে ফাইনালে শুক্রবার নওগাঁকে
২৬-১২ গোলে হারায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। প্রথমার্ধে ১৪-০৯ ব্যবধানে এগিয়ে
ছিল জয়ী দল।

ফাইনালে আনসারের হয়ে মাসুদা ও আলপনা গোল করেন ৫টি করে। নওগাঁর অনুরাধা
করেন ৪ গোল।

এ নিয়ে টানা তিন বার এবং সব মিলিয়ে ৩১ আসরের মধ্যে ১৯ বারই চ্যাম্পিয়ন
হলো আনসার।

চ্যাম্পিয়ন দলের আলপনা প্রতিযোগিতার সেরা খেলোয়াড় এবং রানার্সআপ
দলের তাবাস্‌সুম পিংকি সেরা গোলরক্ষক হয়েছেন।

তৃতীয় স্থান নির্ধারণী খেলায় বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ৩৮-২৩
গোলে হারায় জামালপুর জেলা ক্রীড়া সংস্থাকে। পুলিশের রুবিনা করেন ১৬ গোল।