বুধবার রাতে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান তরঙ্গ এন্টারটেইনমেন্টের সঙ্গে চুক্তি সেরেছেন শাকিব খান। প্রযোজনার পাশাপাশি ছবির গল্পও লিখেছেন তরঙ্গ এন্টারটেইনমেন্টের কর্ণধার সোহানী হোসেন।
ছবিটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন নির্মাতা ওয়াজেদ আলী সুমন। ছবিতে কলকাতা থেকে দর্শনাকে ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন সুমন।
আসছে ছবিটি ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা সাজিয়ে ১ মার্চ থেকে পাবনা থেকে ছবির দৃশ্যধারণ শুরু হবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার আরেক নির্মাতা তপু খানের পরিচালনায় ‘লিডার’ শিরোনামে আরেকটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। এতে তার সহশিল্পী হিসেবে আছেন শবনম বুবলী।
দর্শনা বণিক এর আগে ঢাকার নির্মাতা দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ ছবিতে অভিনয় করছেন। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
২০১৮ সালে অর্ঘদীপ চ্যাটার্জির ‘জোজো’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে পা ফেলা এ নায়িকাকে একই বছর তেলেগু ‘আতাগাল্লু’ চলচ্চিত্রে দেখা গেছে। ইমরান হাশমির বিপরীতে ‘এজরা’ নামের বলিউডের একটি চলচ্চিত্রে নাম লিখিয়েছেন তিনি।
তিনি বছর খানেক আগে বাংলাদেশের তরুণ গায়ক ইমরানের ‘তোর নামের ইচ্ছেরা’ শিরানামে একটি গানে মডেলিং করেছিলেন