ক্যাটাগরি

সিলেটে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, সৎ ছেলে আটক

আটক মাহবুব হোসেন আবাদ বিয়ানীবাজারেরর আবদাল হোসেন বুলবুলের ছেলে।

নগরীর শাহপরান থানার বিআইডিসি এলাকার মীর এলাকায় বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান।

নিহতরা হলেন- রুবিয়া বেগম (৩০) ও তার নয় বছরের মেয়ে মাহা।

এ ঘটনায় রুবিয়ার সাত বছরের ছেলে তাহসানও গুরুতর আহত হয়েছে।

ঘটনার বর্ননায় ওসি বলেন, “পারিবারিক বিরোধের জেরে আবাদ ছুরি দিয়ে তার সৎ মা, বোন ও ভাইকে কুপিয়ে জখম করে। এ সময় মা ও বোন ঘটনাস্থলেই মারা যায়। “

পরে আহত অবস্থায় তার সৎ ভাই তাহসনাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তার শাররিক অবস্থা আশঙ্কাজনক বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

ওসি বলেন, হত্যায় ব্যবহৃত ছুরিসহ আবাদকে আটক এবং লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।