বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নলছিটি উপজেলার
মগড় ইউনিয়নের মগড় এলাকায় সুগন্ধা নদীতে এ দুর্ঘটনা ঘটে বলছে নিহতের ভাই।
নিহত নূরে আলম সিকদার (৬৫) বরিশাল জেলার
বাকেরগঞ্জ উপজেলার ডালমারা গ্রামের হাশেম আলী সিকদারের ছেলে।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল তালুকদার
বলেন, আমিও বিষয়টি ফেইসবুকে দেখে খোঁজ নেওয়ার চেষ্টা করছি।
এ ঘটনায় বিষয় এখনও কেউ কোনো অভিযোগ করেনি
বলেন আব্দুল তালুকদার।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মোস্তফা সিকদার
জানান, মাটির তৈরি হাড়ি-পাতিল বিক্রি করার জন্য দুই শিশুকে নিয়ে নূরে আলম নৌকায় করে
যাচ্ছিলেন।
“ঢাকাগামী বড় একটি লঞ্চ নদী দিয়ে যাওয়ার
সময় স্রোত ও ঢেউ ওঠে। এতে নৌকায় থাকা আমার ভাইসহ অপর দুই শিশু নৌকা উল্টে নদীতে পড়ে
যায়।”
এ সময় আশপাশের লোকজন তাদের উদ্ধার করে বরিশাল
শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নূরে আলমকে মৃত ঘোষণা
করেন।