জাপানের বিমান প্রতিরক্ষা বাহিনীর দেওয়া বিবৃতির বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিবৃতিতে জাপানের বাহিনীটি জানিয়েছে, শনিবার জাপানের স্থানীয় সময় সকাল ৮টায় (আলবামার স্থানীয় সময় শুক্রবার বিকাল ৫টায়) মন্টগোমারি বিমানবন্দরে অবতরণ করার সময় টি-৩৮ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে জাপানের একজন সেকেন্ড লেফটেন্যান্ট ও যুক্তরাষ্ট্রের একজন প্রশিক্ষক পাইলট নিহত হন।
দুর্ঘটনার বিস্তারিত কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে বিবৃতিতে বলা হয়েছে। তবে এতে নিহত দুই সামরিক কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রগুলোর উদ্ধৃতি দিয়ে জাপানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, নিহত লেফটেন্যান্ট ফাইটার পাইলট হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর পাঠ্যক্রম অনুযায়ী মহড়াসহ অন্যান্য কলাকৌশল শিখছিলেন।